গুরু ভাই বোনসহ সকল সনাতনী ভাই বোনদের জানাই স্বাগত ,উদ্দেশ্য গুরু দেবের অমৃত বানী সকলের মাঝে প্রচার করা।

🌼 শ্রীশ্রীঠাকুরের কৃপাময় অলৌকিক স্পর্শ

 

🌼 শ্রীশ্রীঠাকুরের কৃপাময় অলৌকিক স্পর্শ

লেখক: শ্রী সুশীলচন্দ্র দত্ত, বি.এ., বি.টি.
সম্পাদনা ও প্রকাশনা: সুব্রত মজুমদার | www.srisriramthakur.com

একদিন শ্রীশ্রীঠাকুরের ভ্রাতুষ্পুত্রের পুত্র, শ্রী সন্তোষ চক্রবর্তী ভয়াবহ বসন্ত রোগে আক্রান্ত হন। আমি তাঁকে দেখতে গেলে যে দৃশ্যটি দেখেছিলাম, তা আজও ভুলতে পারিনি।

একটি ছোট্ট কক্ষে সন্তোষ যন্ত্রণায় গোঙরাচ্ছিল। তাঁর মাথা এতটাই ফুলে গিয়েছিল যে মনে হচ্ছিল তিনটি মাথা একসঙ্গে লেগে গেছে। সমগ্র শরীর বসন্তের গুটিতে ঢাকা—ভয়াবহ, বিভৎস দৃশ্য। আগে কখনও আমি মানুষের এমন কদাকার অবস্থা দেখিনি। চোখের দৃষ্টি প্রায় নিঃশেষ, মনে হচ্ছিল সন্তোষ অন্ধ হয়ে গেছেন। আমার মন বলেছিল— “এ বাঁচবে না।”

আমি সন্তোষের কাছে গেছি, এ খবর পেয়ে তাঁর পিতা, বৃদ্ধ সতীনবাবু, দ্রুত এসে আমাকে ডেকে নিয়ে গেলেন নিজের ঘরে। গলায় কাঁপন নিয়ে বললেন—

“আপাতত তুমি আর আমাদের ঘরে এসো না। এ অতি ভীষণ ব্যাধি, সন্তোষ…”

এ পর্যন্ত বলে তিনি ফুঁপিয়ে কেঁদে উঠলেন।

কিন্তু আশ্চর্য! এই ভয়ঙ্কর বসন্তরোগেও সন্তোষের প্রাণ রক্ষা পেল।

আরোগ্যলাভের পর সন্তোষ নিজেই জানায়—

“যখন আমার সমস্ত বাহ্যজ্ঞান হারিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ অনুভব করলাম—করুণাময়ের অবতার, শ্রীশ্রীঠাকুর রামচন্দ্রদেব আমার শিয়রে বসে আছেন। তিনি স্নেহে, করুণায়, আমার শরীরের সর্বত্র হাত বুলিয়ে দিচ্ছেন…”

ঠাকুরের সেই করুণাস্পর্শেই সন্তোষ অল্প সময়ের মধ্যেই আশ্চর্যভাবে রোগমুক্ত হয়ে ওঠেন।

এই ঘটনাটি আজও প্রমাণ করে—যাঁর জীবনে ঠাকুরের করুণা স্পর্শ আছে, মৃত্যুও তাঁকে স্পর্শ করতে পারে না।


✨ জয় ঠাকুর ✨
লেখক: শ্রী সুশীলচন্দ্র দত্ত
সম্পাদনা: সুব্রত মজুমদার
প্রকাশনা: www.srisriramthakur.com

#SriSriRamThakur #Miracle #DivineGrace #ThakurKripa #Srisriramthakur #SpiritualExperience #BaniAlokePothchola

🌼 শ্রীশ্রীঠাকুরের কৃপাময় অলৌকিক স্পর্শ 🌼 শ্রীশ্রীঠাকুরের কৃপাময় অলৌকিক স্পর্শ Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on October 16, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.